
জন্মভূমি রিপোর্ট : নগরীতে খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ সেট তাস ও নগদ ২ হাজার ৪শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রামের মৃত: রাজ্জাক শেখের পুত্র মোঃ বুলু শেখ (৪০), একই গ্রামের মৃত: সেকেন্দার হাওলাদারের পুত্র মোঃ ইউসুফ হাওলাদার (৩৮), একই থানার আইচগাতী গ্রামের সোবহান হাওলাদারের পুত্র জব্বার হাওলাদার (৪৩), খুলনা থানার নিরালা ১নং রোডের মৃত: ইব্রাহীম লস্কারের পুত্র মোহাম্মদ আলী (৪০), একই থানার ঘড়ি মঞ্জিলের মৃত: হামেদ সরদারের পুত্র মোঃ বাদল সরদার (৪২), একই থানার ১০১ নং ঘড়ি মঞ্জিলের মৃত: আব্দুর রহিমের পুত্র মোঃ খুরশিদ আলম (৪৫), হরিণটানা থানার কৈয়া বাজার এলাকার চিত্তরঞ্জন ঢালীর পুত্র মিঠুন ঢালী (৩৩) এবং সোনাডাঙ্গা মডেল থানার নাজিরঘাট এলাকার মৃত: জামাল শেখের পুত্র মোঃ জাহিদ শেখ (৪২)।
এেমপি সূত্র জানায়, গত রোববার বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়িকে বেনীবাবু রোডের (ফুল মার্কেট) জাহান মঞ্জিল নামক ভবনের নিচতলা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত জুয়াড়িদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম ৩ সেট তাস এবং ২ হাজার ৪শ’ ৫০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা থানার ননএফআইআর মামলা রুজু করা হয়েছে।