
নগরীতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় হরিণটানা থানাধীন জয়বাংলা মোড়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মেহেদী হাসান, মনির গাজী, এমদাদ শেখ, মিশকাত গাজী, রবিউল গাজী, টুকু গাজী, মুহসীন গাজী, হামিদ শেখ ও খানজাহান আলী।হরিণটানা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, সকাল ১০টার দিকে একটি ইজিবাইক জয়বাংলা মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। তাতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ নয়জন আহত হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ।