জন্মভূমি রিপোর্ট : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গত একদিনে ১০ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর টিবি ক্রস রোডের মৃত: আবু হানিফ বিশ্বাসের পুত্র মোঃ মনিরুজ্জামান বিশ্বাস হৃদয়, রূপসা উপজেলার ইলাইপুরের-মোঃ আলেক শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখ, হরিণটানা থানার শেখ রাসেল সড়কের রফিকুল ইসলাম শেখের পুত্র মোঃ ইব্রাহীম শেখ, নগরীর সোনাডাঙ্গা থানার আদর্শপল্লীর আঃ মোতালেব খানের পুত্র মোঃ আমিন খান, ডুমুরিয়ার মোঃ আক্তার আলী বিশ্বাসের পুত্র মোঃ আশিক আলী বিশ্বাস, নগরীর লবনচোরা সুইচগেট এলাকার মৃত: আশ্রাফ আলী হাওলাদারের পুত্রমোঃ শাহীন হাওলাদার, লবনচোরা থানার মুক্তা সড়কের মনির হাওলাদারের পুত্র মোঃ সবুজ হাওলাদার, খালিশপুরের মোঃ হানিফ মোল্লার পুত্র মোঃ হৃদয় মোল্লা, গোপালগঞ্জের মোকসেদপুরের মোঃমুরাদ শেখের পুত্র মোঃ রফিকুল ইসলাম, দৌলতপুরের মোঃ রফিকুল ইসলাম মোল্লার পুত্র মোঃ আজিজুল ইসলাম সিজান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত