জন্মভূমি রিপোর্ট : মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাত টার দিকে খালিশপুর থানাধীন খুলনা বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন একটি ড্রেনের মধ্য থেকে অর্ধগলিত এক পুরুষের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছিল। তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তি অজ্ঞাতনামা। মরদেহটি উপুড় হয়ে পড়েছিল। শরীরে কালো রঙের সোয়েটার। পরনে চেক লুঙ্গি। বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অন্যদিকে, একই থানার মোস্তফার মোড় এলাকার জনৈক মিলন হোসেনের বাড়ী থেকে পুলিশ বৈশাখি (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে, যেটা নিহতের বাবার বাড়ী। তিনি মুজগুন্নি বাসস্ট্যাণ্ড এলাকায় স্বামী মোঃ মামুন সরদারের সাথে বসত করতেন। সকাল পৌনে ১০ টার দিকে আদ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কি কারণে এবং কি অবস্থায় বৈশাখিকে হাসপাতালে আনা হয়, এ ব্যাপারে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত সময়ের মধ্যে খালিশপুর থানা কর্র্তৃপক্ষ অবহিত ছিলেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, মরদেহে আঘাতের চিহ্ন ছিল কিনা সেটা সুরতহাল রিপোর্ট প্রাপ্তির পর জানা যাবে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও কেএমপি’র অপর একটি শাখার এক কর্মকর্তা স্থানীয় সূত্রে সংগ্রহ করা তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ওই দম্পতির মধ্যে ঝগড়া-বিবাদ ছিল। সেই দ্বন্দের জেরে এই মৃত্যুটি ঘটতে পারে। অপরদিকে, অজ্ঞাতনামা লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাত কিংবা ক্ষত রয়েছে কিনা বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করে থানার ওসি বলেছেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত