
জন্মভূমি রিপোর্ট : নগরীর বিজয়গাথা কমিউনিটি সেন্টারে শারদীয় উৎসবকে সামনে রেখে শনিবার বিকেলে নারী উদ্যোক্তাদের নিয়ে শারদীয় হাটবারের আয়োজন করেছে দেশীয় উদ্যোক্তা সংস্থা।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। বিশেষ অতিথি ছিলেন সামাজিক সংগঠন মাসাসের নির্বাহী পরিচালক শামিমা সুলতানা শিলু, নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা স্থপতি ফৌজিয়া সুলতানা ডেইজি। দুইদিন ব্যাপি এ আয়োজনটি এরই মধ্যে সাড়া ফেলেছে। জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা। ফৌজিয়া সুলতানা ডেইজি জানান, খুলনাতে এই আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে, যে উৎসব খুলনার প্রাণের উৎসবে পরিণত হয়েছে।আয়োজন থেকে তর“ণ উদ্যোক্তাদের ভবিষ্যতে বড় উদ্যোগ নিতে সহযোগিতা করার কথাও জানান তিনি।