জন্মভূমি রিপোর্ট
খুলনার মহানগরী দৌলতপুর মহেশ^রপাশার বণিক পাড়া থেকে নিখোঁজ গৃহবধূ রহিমাকে ঊনত্রিশ দিন পরে উদ্ধারের দাবি করেরছেন তার পরিবার।
শনিবার রাত সাড়ে ১০টায় ফরিদপুর জেলার বোয়ালমারি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ গৃহবধূর মেয়ে মরিয়ম মান্নান তার ফেসবুক পোষ্টে লিখেন,‘৭১ টিভি এবং প্রথম আলো থেকে আমাকে কল দিয়ে আমাকে জানালো আমার মাকে উদ্ধার করেছে পুলিশ। খুলনার পুলিশ সুপার কল দিয়ে জানালেন আমার ছোটবোনকে, আমার মাকে পাওয়া গিয়েছে। আমার থেকে খুশি এই মুহুর্তে কেই নেই। আমি এই মুহুর্তে খুলনা যাচ্ছি। সকলকে ধন্যবাদ।’
তবে এই বিষয়ে তার নিখোঁজ মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই লুৎফুল হায়দারকে মোবাইলে বার বার ফোন দিলেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাসা থেকে নিচে নামেন রহিমা বেগম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তার ছেলে মো. সাদী দৌলতপুর থানায় জিডি করেন। ২৮ আগস্ট থানায় একটি মামলা করা হয় প্রতিপক্ষ লোকজনকে আসামি করে। নিখোঁজ মায়ের সন্ধানে বিভিন্ন কর্মসূচি করলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
গত শুক্রবার ময়মনসিংহের ফুলপুর থানায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রহিমার রহিমার মেয়ে মরিয়ম মান্নান সেই অজ্ঞাত লাশটি তার মায়ের বলে দাবি করেন।
নগরীতে নিখোঁজ রহিমাকে জীবিত উদ্ধার!
Leave a comment