জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানাধীন নিজখামার এলাকা হতে নিষিদ্ধ দল আওয়ামী লীগের মিছিল থেকে ১৩ জন আটক হয়েছেন। বুধবার দুপুর একটা থেকে দেড় টা পর্যন্ত সময়ের মধ্যে স্থানীয় জনগনের সহায়তায় থানা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে তাদেরকে পাকড়াও করেন। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান দৈনিক জন্মভূমিকে বলেন, মহাসড়কে দলটির ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। দৌড়ে পালানোর চেষ্টাকালে পড়ে যেয়ে একজনের পা ভেঙ্গে যায়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন। অন্য ১২ জন পুলিশ হেফাজতে আছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সাড়ে ৮ টার দিকে (ওসি) বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত