
জন্মভূমি রিপোর্ট : আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ে উদ্যোগে পরিবেশ বিষয়ক উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: এমদাদুল হক। আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আরেফিন বাদল, শিক্ষক ও খুলনা বেতারের ঘোষক প্রসূন কুমার রায়। সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা মো: তাহাজ্জদ খন্দকার।