জন্মভূমি রিপোর্ট : নগরীর লবণচরা থানার মোহাম্মদনগর এলাকা হতে দুই লাখ ৭৪ হাজার টাকার জাল (নকল) নোটসহ দু’জন গ্রেফতার হয়েছে। সোমবার ভোর রাতে র্যাব-৬ এর একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকার মোঃ আব্দুর রহিম খান (৪৭) এবং বরিশাল জেলার উজিরপুর থানা এলাকার রানা মজুমদার (৪৮)। জালনোট কারবারী চক্রের অবস্থান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মাদনগর মেইন রোড সংলগ্ন একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত তিনটি বাটন মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক সোমবার সন্ধ্যা ৭ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনে তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।