
জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকা হতে মোঃ জাহাঙ্গীর ফকির (৫০) নামে একজন ১৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে। সে কাশিপুরের বাসিন্দা। রোববার তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের উৎস সন্ধান করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কেএমপির এক প্রেস রিলিজ সূত্রে জানা গেছে।