জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারী হচ্ছে মোঃ আব্দুর রহমান বদ্দী(৪৩)। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোয়ালিয়া কলেজ মোড় এলাকার মোঃ মোনাজাত আলী বদ্দীর পুত্র।
কেএমপি সূত্র জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রহমান নামে এক মাদক কারবারিকে ১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত