জন্মভূমি রিপোর্র্ট
খুলনার খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটন দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালিশপুর তারের পুকুর এলাকার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় দু’জন ব্যক্তি বাসার গেটের সামনে এসে নেতা নেতা বলে ডাকছিলেন। এসময় ফজলে হালিম লিটন নিজেই গেট খোলেন। গেট খুলতেই তারা এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় প্রথমে খালিশপুর ক্লিনিক এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লিটনের স্ত্রী আসমা হালিম জানান, তিনি বাইরে বের হওয়া মাত্রই তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কয়েকটি কোপ মেরে দ্রæত পালিয়ে যায়। তার বাম হাতে ৫টি কোপ লেগেছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ বিচারের দাবি জানান তিনি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা, কী কারণে এই হামলা করেছে তা এখনও জানা যায়নি। হামলাকারী কারা তা পাশের বাড়ির ভিডিও ফুটেজ সংগ্রহ করলে দেখা যাবে।