জন্মভূমি রিপোর্ট : নগরীর ভিন্ন-ভিন্ন দুইটি এলাকা হতে গাঁজা ও দেশি তৈরি মদসহ দু’জন মাদক কারবারী গ্রেফতার হয়েছে। শনিবার সকালে ও শুক্রবার বিকেলে খুলনা সদর এবং দৌলতপুর থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, খুলনা সদর থানার কালীবাড়ী মন্দির এলাকা হতে শিবু পদ দে (৬০) নামে একজনকে ৩০ লিটার মদসহ গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, দৌলতপুরের নতুন রাস্তা এলাকা হতে রফিকুল ইসলাম (৩৩) নামে একজন ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।