
জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান হতে ৫শ’ গ্রাম গাঁজা, ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও আট লিটার দেশি তৈরি চোলাই মদসহ তিন জরন গ্রেফতার হয়েছে। শুক্রবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে খালিশপুরের বৈকালী পালপাড়া এলাকার মোঃ রফিক খলিফা (৩৫), দৌলতপুরের পাবলঅ চুন্নুর বটতলঅ এলাকার মোঃ হাসান ওরফে গোলে।ডন হাসান (৩৫) এবং ডুমুরিয়া উপজেলার বাহাদুরপুর অঅবাসন এলাকার মোঃ আনিছুর রহমান (৫৫) নামে তিন জন মদ, গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।