জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান হতে ৭শ’ গ্রাম গাঁজা, ১শ’ ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ বোতল ফেন্সিডিলসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। সোমবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবি’র অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, কেএমপির মাদক বিরোধী অভিযানে শেখ জাহিদুল আকাশ (২৭), মোঃ সোরাব শেখ (৪৭), মোঃ আজহার বিশ^াস ওরফে হাজের (৫৩), মোঃ আল আমিন (২৪) এবং মোছাঃ মঞ্জুয়ারা খাতুন (৪৫) গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।