জন্মভূমি রিপোর্ট
খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ ছয় জন গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় শহরে বিভিন্ন স্থান হতে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
আসামিরা হচ্ছে, বটিয়াঘাটা উপজেলার রাঙ্গেমারী গ্রামের মোঃ কালু শিকদার (৪১), সোনাডাঙ্গা থানাধীন আদর্শ পল্লী গলির মোঃ রুবেল সরদার (২৭), দৌলতপুর থানাধীন ডিসি রোডের মোঃ ফয়সাল কাজী (২২), একই এলাকার মোঃ রনি খা (২৩), রূপসা উপজেলার জাবুসা ব্রিজ এলাকার শেখ সুলতানুর রহমান ওরফে মুলতানুর রহমান (৪৫) এবং একই উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ সাদ্দাম আলী (২৮)। কেএমপি’র এক ই মেইল বার্তা থেকে এ তথ্য জানা গেছে।
নগরীতে মাদকসহ গ্রেফতার ৬
Leave a comment