জন্মভূমি রিপোর্ট : খূলনা নগরীতে মাদক বিরোধী অভিযানে ৯৫০ গ্রাম গাঁজা এবং ১১০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন, বসুপাড়ার মুচিপাড়া সিদ্দিকীয়া মহল্লার মাহমুদ কসাইয়ের ছেলে মোঃ ইকবাল কসাই (২০), সোনাডাঙ্গা থানার খাঁ বাড়ি মসজিদের পাশে রেজাউল করিম শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম (১৯), মহেশ্বরপাশা এলাকার উত্তর বণিক পাড়ার আব্দুল করিম হাওলাদারের ছেলে মোঃ নাঈম ইসলাম (২৫), পটুয়াখালী সদরের আব্দুল সাত্তার আলী খাঁনের ছেলে মোঃ বশির উদ্দিন খাঁন (৩৩), মোড়েলগঞ্জের উত্তর সুতালড়ির জিয়াউদ্দিন খাঁনের ছেলে মোঃ নাজমুস শাকিব (২০) এবং দৌলতপুর কুলিবাগান রেল কলোনী কালাম হাওলাদারের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (২২)।
তাদের নিকট হতে ৯৫০ গ্রাম গাঁজা এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত