
জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান থেকে ৩শ’ ৫০ গ্রাম গাঁজা ও ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয় জন গ্রেফতার হয়েছে। সোমবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ এবং ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, খুলনা সদর থানা পুলিশের একটি টিম পশ্চিম টুটপাড়া এলাকা হতে আসলাম হাওলাদার (১৯) নামে একজনকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। একই থানা পুলিশ ঠিকরাবন্দ মোড় থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান বাবু (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে। খানজাহান আলী থানা পুলিশ আফিলগেট চেকপোস্ট থেকে সুমন সরদার (২৭) নামে একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। একই থানা পুলিশের আরেকটি টিম পথের বাজার চেকপোস্ট থেকে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ শাহ আলম (৪৫) নামে আরেকজনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশের একটি টিম সোনাডাঙ্গা থানার গল্লামারী এমএ বারী সড়ক এলাকা হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর নবী (২০) নামে একজনকে গ্রেফতার করেছে। লবনচরা থানা পুলিশ সাচিবুনিয়া স্কুলভিটা বাজার থেকে মোঃ মাসুদ খাঁ (৩২) নামে আরেকজনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।