জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ১১ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, ২৪৩ পিস ইয়াবা এবং ৭ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার শেখ হাসিবুর রহমান রনি (৪০), নয়ন ইসলাম (২০), মোঃ তুহিন হাওলাদার (১৯), মোঃ আলামিন হাওলাদার (২৩), সোনাডাঙ্গা মডেল থানার মোঃ হাবিব শেখ (৩০), মোঃ বিল্লাল হাওলাদার (৩২), খানজাহান আলী থানার আনোয়ারা বেগম আনু (৫২), খুলনা থানার মোঃ ইয়াসিন বিশ্বাস (২৮), মোঃ শেখ ফারিষজ্জামান সৌরভ (২৮), বটিয়াঘাটা থানার মোঃ আলিমুল ইসলাম (২৬) এবং কয়রার মোঃ রাসেল সরদার (২৭)।
কেএমপি সূত্র জানায়, গত মঙ্গলবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৯০০ গ্রাম গাঁজা, ২৪৩ পিস ইয়াবা এবং ৭ গ্রাম ইয়াবার গুড়া আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত