
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হচ্ছে কক্সবাজার টেকনাফ থানার পশ্চিম সাতগরিয়াপাড়ার ফরিদ আলমের পুত্র মোঃ সাইফুল ইসলাম(২৩) এবং খালিশপুর থানার এস-৬২ এলাকার আলী আকবর খোকনের পুত্র শফিকুল ইসলাম সুজন(৩০)।
কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক কারবারিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৮০০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।