
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপি ও গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৭৪ পিস ইয়াবা, ৮০ বোতল ফেন্সিডিল এবং ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার বৈকালী পালপাড়ার মৃত: দুলাল খলিফার পুত্র মোঃ রফিক খলিফা (৩৫), একই থানার উত্তর কাশিপুর রাজধানীর মোড়ের মোঃ আব্দুর রহিমের স্ত্রী খায়রুন বেগম (৪৮), একই এলাকার মোঃ আব্দুর রহিমের পুত্র মোঃ সাগর (২৪), একই থানার ৩নং বিহারী ক্যাম্পের মৃত: আজিম খাঁনের পুত্র হায়দার খাঁন (৫৫), দৌলতপুর থানার পাবলা চুন্নুর বটতলার মোঃ গোলাম রব্বানী শেখের পুত্র মোঃ হাসান ওরফে গোল্ডেন হাসান (২৫), ডুমুরিয়া থানার বাহাদুরপুর আবাসন এলাকার মৃত: শেখ মবিনউদ্দিনের পুত্র মোঃ আনিছুর রহমান (৫৫)। মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মামলা করা হয়েছে।