
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৪ গ্রাম আইস এবং ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সোনাডাঙ্গা মডেল থানার ৪৮/১ গোবরচাকা ১ নং ক্রস রোডের মৃত: মোক্তার হোসেন গাজীর পুত্র গাজী রবিউল আলম ওরফে টগর(৫২), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনার মৃত: মোজাফ্ফর আহমদের পুত্র মোহাম্মদ হেলাল(৩৮), খানজাহান আলী থানার যুগীপোল এলাকার রফিক শেখের পুত্র মোঃ শফিকুল শেখ(৩৫) এবং দৌলতপুর থানার দেয়ানা উত্তর পাড়ার শেখ নিজামউদ্দিনের পুত্র শেখ জাহিদুজ্জমান(৪৪)।
কেএমপি সূত্রে জানা যায়, রোববার ও পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৪ গ্রাম আইস এবং ৯৫ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।