
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার ৫নং মাছঘাট ব্লাক-বি গ্রীণল্যান্ড আবাসন এলাকার মোঃ কুদ্দুস হাওলাদারের কন্যা মাফিজা খাতুন ওরফে মাফিয়া(৩৯), রূপসা থানার আইচগাতি মিয়াপাড়ার মৃত: সেকেন্দার হাওলাদারের কন্যা আলেয়া বেগম(৫০), দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার মোঃ নাসির আলীর পুত্র মোঃ জাহিদ(২২), এবং সোনাডাঙ্গা মডেল থানার হাতেম আলী সড়কে ফিরোজা স্কুলের পাশের এলাকার মৃত: নরেশ হালদারের পুত্র সুখিন হালদার(৪৮)।
কেএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত সোমবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারিকে নগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।