
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা এবং ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সোনাডাঙ্গা মডেল থানার নবীনগর এলাকার মোঃ নজরুল ইসলামের পুত্র মোঃ রাসেল হাওলাদার (২০), খালিশপুর থানার মুজগুন্নী রেল গেট সংলগ্ন মৃত: রহিম শেখের পুত্র মোঃ রফিক শেখ (২৫), একই থানার মুজগুন্নী দিঘীর পাড়ের মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ শহিদুল ইসলাম (২০), খুলনা থানার পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ের মোঃ খোকন খাঁর পুত্র মোঃ সজিব খাঁ (২৪), হরিণটানা থানার আলম মার্কেট এলাকার মৃত: রজব আলী মল্লিকের পুত্র মোঃ সোহেল (২৪) এবং একই থানার মিস্ত্রীপাড়ার মোঃ শহিদুল্লাহ শেখের পুত্র নাহিদুল ইসলাম রাজ (১৯)।
কেএমপি সূত্র জানায়, গত সোমবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫৫০ গ্রাম গাঁজা এবং ১২৫ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১টি মাদক মামলা রুজু করা হয়েছে।