
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৮ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৩ পিস ইয়াবা, ৩শ’ গ্রাম গাঁজা, ৩৪ পুরিয়া হেরোইন, ১৪০ বোতল ফেন্সিডিল এবং ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার ১নং নেভীগেট ফেয়ারওয়ে রোডের মোঃ আব্দুল লতিফ মল্লিকের পুত্র মোঃ হাসান মল্লিক (২৪), আড়ংঘাটা থানার তেলীগাতী মধ্যপাড়ার কামরুল হাওলাদারের পুত্র সোহেল রানা হাওলাদার (৩৫), খানজাহান আলী থানার মীরেরডাঙ্গার মৃত: আনছার আলীর পুত্র মোঃ হাসানুর রহমান পলাশ (২৮), দিঘলিয়া থানার ফরমাইশখানা পূর্বপাড়া সেনহাটি গ্রামের মোঃ সালাউদ্দিন মোল্লার পুত্র মোঃ বাপ্পী মোল্লা (২৫), রূপসা থানার জয়পুর ৪নং ওয়ার্ডের মৃত: আব্দুল সামাদ ব্যাপারীর পুত্র মোঃ কামরুল ইসলাম সবুজ (৩৫), হরিণটানা থানার বাঁশ বাড়ীয়া হুগলাডাংগার মোঃ সাহেব আলী গাজীর পুত্র মোঃ আলমগীর হোসাইন (২৮), ফরিদপুর জেলার মৃতঃ সাত্তার ব্যাপারীর পুত্র মোঃ সাইদুল ব্যাপারী (৩০) এবং সাতক্ষীরা আশাশুনির এনামুল সরদারের পুত্র মোঃ মুজাহিদুল হোসেন (৩০)।
কেএমপি সূত্র জানায়, গত রোববার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮৩ পিস ইয়াবা, ৩শ’ গ্রাম গাঁজা, ৩৪ পুরিয়া হেরোইন, ১৪০ বোতল ফেন্সিডিল এবং ৩০ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে।