জন্মভূমি রিপোর্ট : মহানগরী খুলনার খালিশপুর, খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানা এলাকা হতে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ’১০ গ্রাম গাঁজাসহ চার জন গ্রেফতার হয়েছে। জব্দ হয়েছে মাদক কারবারের নগদ এক লাখ টাকা। রোববার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে। আসামিদেরুু আদালতে সোপর্দের পর করাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, খালিশপুর সেন্ট্রাল ওয়েস্ট হাউজিং এলাকা হতে মোঃ আতিয়ার রহমান (৬১) এবং মোঃ ওহিদুল ইসলাম (৪৮) নামে দুই জনকে ৬০০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। খুলনা সদর থানা পুলিশ বাগমারা এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আলামিন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে। সোনাডাঙ্গা থানার ইসলামিয়া কলেজ রোড এলাকা হতে দ্বীন ইসলাম সরদার (২৮) নামে আরেকজন ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয়েছে।
নগরীতে মাদক ও লাখ টাকাসহ গ্রেফতার ৪
Leave a comment