
জন্মভূমি রিপোর্ট : কেএমপি পুলিশ খুলনা ও লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় পুলিশের মাদক বিরোধী অভিযানে কারবারি ৮/১ ওয়েস্ট সার্কুলার রোডের মোঃ শাহজাহান শেখ ওরফে শানু মহুরীর পুত্র মো. জিকু শেখ, মহিরবাড়ি বড় খালপাড় এলাকার শাহাজান মাতবরের পুত্র মোঃ আলামিন মাতবর, সোনাডাঙ্গা থানার সোলাইমান নগর এলাকার মৃত: মসলেম শেখের পুত্র আসাদুজ্জামান শেখ এবং বসুপাড়া মেইন রোডের মৃত: মোসলেম খাঁর পুত্র আবুল হোসেন খাঁকে খুলনা ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মামলা হয়েছে।