নগরীর হরিনটানা থানাধীন সাহাল মার্কেটের সামনের সড়কে রাজা (৪৫) নামে একজনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা মামলার আসামি। গত মাস তিনেক আগে তিনি জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়েছেন। থানা-পুলিশ এ তথ্য জানান।
সূত্রমতে, রায়েরমহল এলাকার জনৈক তোয়েব আলীর ছেলে রাজা রাত সাড়ে ৮ টার দিকে আমিননগর সাহাল মার্কেটের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। তখন একটি মোটর সাইকেল যোগে আসা সন্ত্রাসীরা তাকে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরিনটানা থানার অপারেশন অফিসার এসআই দৈপায়ন মÐল বলেন, সুরতহাল ও ময়না তদন্তের অপেক্ষায় মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাÐের আলামত সংগ্রহের কাজ চলছে। খুনের সাথে জড়িতদের সন্ধান এবং গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত