
বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র ও শিশু খাদ্য সহায়তা বাবদ নগদ অর্থ বিতরণ করেন। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে কেসিসি’র পক্ষ থেকে এ ঈদবস্ত্র ও শিশু খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
সিটি মেয়র সকাল ৯টায় এ্যাজাক্স জুট মিল মাঠে ২নং ওয়ার্ডের, ৯নং ওয়ার্ড কার্যালয়ে ৯নং ওয়ার্ড এলাকার, ১৪নং ওয়ার্ড কার্যালয়ে ১৪নং ওয়ার্ড এলাকার, ইউসেফ স্কুল মাঠে ও খা বাড়ি ঈদগাহ মাঠে ১৭নং ওয়ার্ডের, ৩১নং ওয়ার্ড কার্যালয়ে ৩১নং ওয়ার্ড এলাকার এবং বিকেলে ৮নং ওয়ার্ড কার্যালয়ে ৮নং ওয়ার্ড এলাকার ও ১১নং ওয়ার্ড কার্যালয়ে ১১নং ওয়ার্ড এলাকার স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র ও শিশু খাদ্য সহায়তার নগদ অর্থ বিতরণ করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, শেখ মোশারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, রেকসনা কালাম লিলি. ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।