জন্মভূমি রিপোর্ট
নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার ৯৬ নং বাড়িতে অবস্থিত স্পেশাল পাওয়ার ব্যাচের গণিতের কোচিং মাস্টার মোঃ রনি গাজী, পিতা-আমজাদ হোসেন গাজী, স্ত্রী নির্যাতন ও যৌতুক মামলায় এখন খুলনার জেল হাজতে রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা গেছে, কোচিং মাস্টার রনি গাজী ভালবেসে বিয়ে করা স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালি-গালাজ করতো। একটি সন্তানের মা হওয়ায় সংসার টিকিয়ে রাখার স্বার্থে স্ত্রী মুখবুজে সব সহ্য করতো। এক পর্যায়ে রনি গাজীর শারীরিক নির্যাতন বেড়ে যায় এবং ২০ লাখ টাকা স্ত্রীর পরিবাবের কাছে যৌতুক দাবি করে অন্যথায় সংসার করবে না বলে হুমকি দেয়।
বাদিনী উপায়ান্তর না দেখে খুলনা মহানগর হাকিম আমলী আদালতে সিআর ৩৮১/২২, ধারা যৌতুক নিরোধ আইনের ২০১৮ এর ৩ ধারা মামলা দায়ের করেন। এ দিকে এক সন্তানের জননী ও তার পরিবারকে মাস্টার রনি গাজীর পরিবারে পক্ষ থেকে অব্যহাতভাবে হুমকী-ধামকি দিচ্ছে বলে জানিয়েছে বাদিনি। তিনি সকলের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
নগরীতে যৌতুকলোভী কোচিং মাস্টার রনি গাজী শ্রীঘরে
Leave a comment