
জন্মভূমি রিপোর্ট
নগরীর হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকায় মো. রাজা শেখ (৪৫) নামে একজনকে হত্যাকাÐের ঘটনায় মামলা হলেও পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারে নি। সোমবার রাত সোয়া ৮ টার দিকে নগর সেফ ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানের সামনের সড়কে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তিনি মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা মামলার আসামি এবং স্থানীয়ভাবে চাঁদাবাজিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাÐের ঘটনায় মঙ্গলবার নিহতের বাবা তোরাপ শেখ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সুরতহাল ও ময়না তদন্ত শেষে ওই দিন বিকেলে মরদেহ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত রাজা শেখ স্থানীয় রায়ের মহল ইসলাম নগর এলাকার তোরাপ শেখের পুত্র। সে জমি বিক্রির মধ্যস্থতাকারী (দালাল) হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি চাঁদাবাজি করতেন। তার উপার্জনের কোন বৈধ উৎস ছিল না বলে স্থানীয়রা জানান ।
অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ডুমুরিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুসারীরা চাঁদার দাবিতে স্থানীয় বালু ব্যবসায়ীদের বাণিজ্য বন্ধ করে দেন। তখন রাজার মধ্যস্থায় চাঁদা দিয়ে তারা ফের বালু ব্যবসা শুরু করেন। এ সময় খুলনার ২০ জনের অধিক ব্যবসায়ীর কাছ থেকে তিনি চাঁদা আদায় করেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদ হোসেন বলেন, নিহত রাজা শেখ রায়ের মহল এলাকার মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। হত্যাকাÐের সাথে কারা জড়িত? কি কারণে তাকে খুন হতে হয়েছে? পুলিশ এসব প্রশ্নের উত্তর খুঁজছে। জড়িতদের গ্রেফতার এবং হত্যাকাÐে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক রাজা একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন। গত মাস তিনেক আগে তিনি জামিনে মুক্ত হয়েছেন।