
জন্মভূমি রিপোর্ট : বাংল নিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। বক্তৃতা করেন মফিদুল ইসলাম টুটুল, গৌরঙ্গ নন্দী, মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, হাসান মোল্লা, শামসুজ্জামান শাহিন, আতিয়ার পারভেজ, আমিরুল ইসলাম, হাসান হিমালয়, প্রবীর বিশ্বাস, উত্তম মন্ডল, শেখ মো. নাসির উদ্দিন, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মুনীর চৌধুরী সোহেল, কবি নাজমুল তারেক তুষার।
অপরদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেনসহ প্রমুখ।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার এ ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সাংবাদিক বান্ধন সরকার রাস্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা উদ্বিগ্ন।