
জন্মভূমি রিপোর্ট : নগরীতে সাবেক যুব দল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ সজল (২৭) নামে একজন গ্রেফতার হয়েছে। রোববার ভোর রাত দু’ টার দিকে থানা পুলিশের একটি টিম দৌলতপুরের মহেশ^রপাশা এলাকা হতে তাকে গ্রেফতার করেছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, আসামি সজল মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকার জনৈক সাহেব আলীর ছেলে। সে ঘাতক দলকে নিহত মাহবুবুুরের অবস্থান সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
আরো পড়ুন—-
নগরীতে দিবালোকে সাবেক যুবদল নেতা খুন
গত শুক্রবার দুপুর দেড় টার দিকে যুবদলের দৌলতপুর থানা কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা (৪২) কে তার বাড়ীর সামনে ঘাতকেরা নৃশংসভাবে খুন করে। একটি মোটর সাইকেলে হেলমেট পরিহিত তিন আততায়ী এসেই তার ওপর এলোপাতাড়ি গুলি শুরু করে। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে তিনি যখন লুটিয়ে পড়েন, খুনিরা তখন তার দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। ভিকটিমের পিতা আব্দুল করিম মোল্লা শনিবার দুপুরে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী দৈনিক জন্মভূমিকে বলেন, রোববার দুপুরে আসামি সজলকে আদালতে সোপর্দ করা হয়। তাকে সাত দিনের জন্য রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে রিমাণ্ড শুনানির দিন ধার্য্য হয়নি।
(ওসি) বলেন, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে মামলার তদন্ত কাজ চলছে। তবে, সুনির্দিষ্ট কোনো বিষয়ের কথা এখনও নিশ্চিত করে বলার সময় আসেনি।
গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ শিক্ষার্থীদের সাথে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। মাহবুবুর মুখে গামছা পেচিয়ে ধাঁরালো অস্ত্র হাতে ওই সংঘর্ষে অংশ নেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, গণমাধ্যমেও প্রকাশিত হয়। এরপর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।