
জন্মভূমি রিপোর্ট : নগরীর নিরালা এলাকার ১৭ নং রোডস্থ একটি আবাসিক ভবনের নিচতলার জাপান টোবাকো কোম্পানির ডিপো থেকে বিপুল পরিমাণ বিজ্ঞাপন ও উপহার সামগ্রি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওইসব সামগ্রী জব্দ করার পাশাপাশি কোম্পানির ডিলার কেএম নাসির উদ্দীনকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন। ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৫ অনুসারে মোবাইল কোর্ট ওই সব সামগ্রি জব্দ এবং অর্থদণ্ড করেছেন। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৯ টা পর্যন্ত এ অভিযান চলে।
শহরের বিভিন্ন স্থানের চা-পান-সিগারেটের দোকানে ওই কোম্পানির ধুমপান সামগ্রীর বিজ্ঞাপন দেখতে পাওয়ার সূত্র ধরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালান। তখন ভ্রাম্যমাণ আদালত সিগারেটের স্টিকার, লিফলেট, ডিসপ্লে বক্সসহ অন্যান্য বিজ্ঞাপন সামগ্রি এবং গিফট সামগ্রি কাপ-পিরিচ, গ্যাস লাইটসহ প্রায় এক ট্রাক বিভিন্ন দ্রব্য জব্দ করেন। এরপর সেগুলো ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। অভিযানে অংশ নেয়া একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, অভিযানে আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের টিম, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং তামাক বিরোধী জোটের দুই সদস্য উপস্থিত ছিলেন। জরিমানার টাকা কোম্পানির ডিলার তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।