বিজ্ঞপ্তি : নগরীতে ডায়াবেটিস, ডেঙ্গু, অটিজম, ক্যান্সার, কোভিড-১৯, নিপাহ ভাইরাসের প্রতিরোধে জনসচেতনতার ওপর ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিকের মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন এসএম কামাল হোসেন, আরএমও ডাঃ এসএম মুরাদ হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আবুল কালাম আজাদ, সাংবাদিক আসাফুর রহমান কাজল। ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) সঞ্চালনা করেন এক্সপার্ট কমিউনিকেশনস এর ফিল্ড কোঅর্ডিনেটর (রিসার্স) আতিউল ইসলাম বাবু।
জানাযায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল এন্ড হেলফ এডুকেশনের মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নানা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে ডায়াবেটিস, ডেঙ্গু, অটিজম, ক্যান্সার, কোভিড-১৯, নিপাহ ভাইরাসের প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে টিভি বিজ্ঞাপন, রেডিও জিঙ্গেল, টিভি স্ক্রল, সংবাদপত্রে বিজ্ঞাপন, পোস্টার, বিলবোর্ড ইত্যাদির মাধ্যামে নানামুখী প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই জনসচেতনতামূলক কার্যক্রম জনসাধরণে আচরণে কতখানি পরিবর্তন আনতে পেরেছে, সচেতনতা তৈরিতে কতখানি সফলতা অর্জন করেছে সে বিষয়ে সারা দেশে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার অংশ হিসেবে খুলনায় ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) অনুষ্ঠিত হয়। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মাধ্যমে কনফার্ম ডেভেলপমেন্ট লিমিটেড ও এক্সপার্ট কমিউনিকেশনস যৌথভাবে এ কাজ বাস্তবায়ন করছে। আলোচনায় সচেতেনতামূলক প্রচারণা কার্যক্রমের সফলতা, কারর্কারিতা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং প্রচারণা কার্যক্রমকে আরো সফল করার লক্ষ্যে আরো কী কী করা প্রয়োজন সেসব বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত