জন্মভূমি রিপোর্ট
দেশীয় পণ্যর জগতে এক অন্য মাত্রা যোগ করবে হ্যাপি বুটিকস এন্ড ফ্যাশন হাউজ হাউজ। আশা করি ক্রেতারা বিদেশ মূখীতা থেকে দূরে সরে আসবে। দেশীয় পণ্য ক্রয়ে আগ্রহী হবে। নগরীতে হ্যাপি বুটিকস এন্ড ফ্যাশন হাউজের উদ্ধোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, আমাদের সকলের দেশীয় পণ্যর প্রতি আকর্ষন বাড়াতে কাজ করা উচিত। হ্যাপি বুটিকস এন্ড ফ্যাশন হাউজ ইতিমধ্যে এ কাজ শুরু করে দিয়েছে।
খুলনা মহানগরীর হাজী মুহাম্মাদ মহাসিন রোডে বুধবার বেলা এগারটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফ্যাশন হাউজের স্বতাধিকারি হাসনাত জাহান হ্যাপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক খুলনা সার্কেলের জিএম শিরিন আক্তার, বিডবিøউসিসির বিভাগীয় সভাপতি শামীমা সুলতানা শিলু, অগ্রনী ব্যাংকের জোনাল হেড মো: ইখতিয়ার উদ্দিন, আল আরাফাহ ব্যাংকের জোনাল হেড মো: মজিবার রহমান, ব্রাঞ্চ ম্যানেজার আবু ইউসুফ মো: বদিউল আলম, অগ্রনী ব্যাংকের রূপসা ব্রাঞ্চ ম্যানেজার মো: জয়নুল আবেদিন, কানিজ ফাতিমা, অধরা ইসলাম মীম প্রমূখ।