
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার নিরালা আবাসিক এলাকার ৯নং রোডের সুলতান দাঁড়িয়ার পুত্র সাকিব দাঁড়িয়া(২০), সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার এলাকার মৃত: ইশরাক আলীর পুত্র মাসুম হাসান লাভলু(৪৫) এবং খালিশপুর থানার গোয়ালখালী মেইন রোডের মোঃ ইমান আলীর পুত্র মোঃ মোস্তাকিম হোসেন(৩২)।
কেএমপি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ১২০ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।