জন্মভূমি রিপোর্ট : নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টের সামনে থেকে আছমা খাতুন (২২) নামে এক নারী এক কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছে। বুধবার সকালে পুলিশ এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, আসামি আছমা যশোর জেলার বেনাপোল থানার ভবার বেড় পশ্চিমপাড়া এলাকার জনৈক মোঃ আদম আলীর মেয়ে। তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।