
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির খুলনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ১ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিক্রেতা হলেন শেখ লুৎফর রহমান(৬৩)। সে খুলনা থানার দোলখোলা মতলবের মোড় এলাকার মৃত: আছির উদ্দিন শেখের পুত্র।
কেএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালায়। অভিযানে নগরীর দোলখোলা মতলেবের মোড় সংলগ্ন রহিমের পানের দোকানের সামনে হতে মাদক কারবারি শেখ লুৎফর রহমানকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।