
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন ওয়েস্ট মেকট রোড এলাকা হতে ৩৮ লিটার দেশি তৈরি চোলাই মদসহ মোঃ মানিক হোসেন (৪২) নামে একজন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে থানা পুলিশের একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রোডের ফল ঘর নামের দোকোনের সামনে হতে মানিককে মদসহ গ্রেফতার করা হয়। সে ৫ নং মাছ ঘাট এলাকার বাসিন্দা। তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।