জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা এবং ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খালিশপুর থানার কাশিপুর মেইন রোডের মোঃ চাঁন মিয়ার পুত্র মোঃ শাহিন শেখ (৩৩), দৌলতপুর থানার পাবলা কারিকরপাড়ার মোঃ আজহার বিশ্বাস ওরফে হাজরের পুত্র তৌহিদুর রহমান জয় (২১), খানজাহান আলী থানার শিরোমণি দক্ষিণপাড়ার আসলাম মিয়ার পুত্র জাকির মিয়া (৩৫) এবং মৃত: আব্দুল আজিজ মৃধার পুত্র মোঃ রিপন মৃধা (৩৯)।
কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫শ' গ্রাম গাঁজা এবং ৮১ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত