
জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সিএন্ডবি কলোনী মোড় এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় পাঁচ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে। এ ঘটনায় দুইটি নন এফআইআর মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, মোঃ কামাল গাজী (৪২), মোঃ আবু খাঁ (৫০), মোঃ বাবুল ইসলাম (৩০), মোঃ চাঁন খাঁ (৩০) এবং মোঃ ছবর আলী সরদার (৩৪)। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।