
জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকা হতে পাঁচ কেজি গাঁজা ও ৩৫পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ এবং ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন বাইপাস রোডে অভিযান চালিয়ে মোঃ মমিন গাজী (৫২) নামে একজনকে গাঁজাসহ গ্রেফতার করে। সে খুলনা সদর থানাধীন ৫ নং মাছঘাট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আরও চারটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, খালিশপুর থানা পুলিশ দুর্বার সংঘ ক্লাবের পাশ থেকে মোঃ রেদোয়ান বাবু ওরফে চুয়া (২৪) নামে আরেকজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সে ওই থানাধীন নয়াবাটি এলাকার অধিবাসী।