জন্মভূমি রিপোর্ট : লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার করেছে।
সূত্র জানিয়েছেন, শনিবার রাত পৌনে ৮টায় মোহাম্মদনগর রাজা মিলের পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় ওই এলাকার জুয়াড়ি মিন্টু শেখ, শহিদ হোসেন, আজিজুর রহমানকে গ্রেফতার করে এবং রাত সাড়ে ৯টায় মোহাম্মদনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে জায়েদ বিন মনির, নাজমুল হাওলাদার, মুরছালিন শেখকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরর করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত