
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৯৪ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা থানার ৪নং লেন জাহানাবাদ স্কুল গলির সুধীর কুমার দাসের পুত্র অবোজিৎ দাস (২৮), একই থানার ১২/১৩ খানজাহান আলী রোডের মৃত: অকিল আহম্মেদের পুত্র মোঃ আরমান (২৫), খালিশপুর থানার বঙ্গবাসী এলাকার আবিদ আলীর পুত্র মোঃ সাব্বির হোসেন (২৩), একই থানার মতুল্লা লাইন হাউজিং বাজারের মৃত: শহিদুল্লাহের পুত্র কাজী ইয়াসিন কবির (২২) এবং দিঘলিয়া থানার দেয়াড়া কলোনীর প্রসাদ বাড়ই’র পুত্র মিঠুন বাড়ই (২৮)।
কেএমপি সূত্র জানায়, গত বুধবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট ৯৪ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।