জন্মভূমি রিপোর্ট
‘রোজাদারদের জন্য ইফতার’ শ্লোগান নিয়ে নগরী জুড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক শেখ সোহেলের উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। যার অংশ হিসেবে গতকাল রোববার নগরীর কদমতলা বাজার মোড় এলাকায় ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর শামসুজ্জামান মিঞা স্বপন, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, আসাদুজ্জামান রাসেল, জামিরুল হুদা জহর, সেলিম মুন্সি, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, আনিসুর রহমান, মোল্লা প্রিন্স মাহমুদ, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, সোহাগ দেওয়ান, হারুন উর রশিদ, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, মো: রিংকু, একরামুল শেখ, মো: পাপ্পু হাওলাদার প্রমুখ।
ইফতার বিতরণের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসেরসহ ১৫ আগস্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ৫শ’ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত