প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ৯:১৬ পি.এম
নগরীর কদম তলার ডাচ বাংলা ব্যাংকের এজেন্টকে মারধরের অভিযোগ
![]()
জন্মভূমি রিপোর্ট
নগরীর কদমতলায় ডার্চ বাংলা ব্যাংকের এজেন্টকে তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগ উঠেছে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎদ্বার সমিতির সভাপতি আব্দুর রব এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ২টা ৩০ মিনিটে নগরীর কদমতলা মোড়ে এই ঘটনা সংঘঠিত হয়। ভুক্তভোগী ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ও মেসার্স মদিনা ভান্ডার এর মালিক মোঃ বেলায়েত হোসেন বকুল বলেন, আমার দোকানের সামনে মটরসাইকেল রাখা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মালিক সমিতির সভাপতি আব্দুর রব, মোতালেব সহ ১৫ থেকে ২০ জন আমার দোকানে এসে আমাকে মারধর করেন। এই সময় বাজারের অন্যান্য সিনিয়র ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে এবং উত্তেজিত সভাপতি ও তার অনুসারীদের শান্ত করে সরিয়ে দিন। এ সময় তিনি ত্রিপল নাইনেও কল করে অভিযোগ করেন। তার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ইফতারের পরে ভুক্তভোগীকে থানায় যাওয়ার কথা বলেছেন। এ বিষয়ে খুলনা বড় বাজার কাঁচা ও পাঁকা মাল আড়ৎদ্বার সমিতির সভাপতি আব্দুর রব সাহেব বলেন, যারা জ্ঞানঞ্জাম করেছে তারা আমার লোক না, বাজারের লোক। ঐ ছেলে বাজারের লোকদের গালি গালাজ করেছে। এ সময় আমিও ঘটনাস্থলে চেঁটামেচি দেখে যায়। আমি দোকানের ভিতরও প্রবেশ করিনি। তারপরও এ বিষয়টি আমরা বাজারের সমিতিতে আলোচনা করে সমাধান করব। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে ফোন দিলে তিনি ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফোন রিসিভ করে বলেন, ওখানে সমস্যা হয়েছিল সেটা ব্যবসায়ীরা নিজেরা নিজেরা বসে সমাধানের চেষ্টা করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া