
বিজ্ঞপ্তি : সিটি করপোরেশনে নির্বাচিত হলে এলাকাভিত্তিক জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। বৃহস্পতিবার সকালে ২১নং ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
আব্দুল আউয়াল বলেন, বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর জনসাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে প্রতিনিয়ত জনভোগান্তি পোহাতে হচ্ছে সিটির বসবাসকারীদের। আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে প্রতিটি সড়ক লেন সিসি ক্যামেরার আওতায় এনে সম্পূর্ণ সিটির নিরাপত্তা নিশ্চিত করা হবে। জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশের সহায়তায় ওয়ার্ড ভিত্তিক অপরাধ প্রবন জায়গা সমূহ চিহ্নিতকরণ ও সকল ধরনের অপরাধ দমনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। ওয়ার্ড/লেন/গলিভিত্তিক নৈশপ্রহরী ও কমিউনিটি পুলিশের কার্যক্রম ব্যাপকভাবে চালু করা হবে। যেকোন মাজলুম নাগরিককে মোবাইল কোর্টের মাধ্যমে নৈতিক ও আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে সিটির সকল মানুষকে পাশে নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করণের প্রতিশ্রুতি দেন তিনি।
সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতি ইমরান হুসাইন, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ মেরাজ আল সাদীসহ ২১নং ওয়ার্ড নেতৃবৃন্দ।