বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতিকে সুশিায় শিতি করে গড়ে তুলতে শিক সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার আগামী একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চায়। সে ল্েয আজকের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সিটি মেয়র আজ (সোমবার) সকালে নগরীর সরকারি জয়বাংলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
শিার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অভ্যস্ত হওয়ার আহবান জানান।
কলেজের অধ্য প্রফেসর মুহম্মদ মীজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ। স্বাগত বক্তৃতা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। কলেজের শিক-শিকিা, শিার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শুভাকাঙ্খী হিসেবে খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী এনায়েত হোসেন-এর অনুকূলে সম্মননা স্মারক প্রদান করা হয়। পিতার পক্ষে পুত্র মনজুর হাসান চয়ন সিটি মেয়রের নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।