
বিজ্ঞপ্তি : আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিপিবি খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার এক সভা গত শনিবার বিকেল ৫টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক কমরেড গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড সায়েদুর রহমান, কমরেড অ্যাড. সুব্রত কুণ্ডু, কমরেড মহেন্দ্রনাথ সেন, কমরেড হরিপদ দেবনাথ প্রমুখ। অনুরূপ ২৫নং ওয়ার্ড শাখার এক সভা সন্ধ্যা সাড়ে ৬টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক কমরেড ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড পংকজ পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনন্দ মোহন রায় প্রমুখ। উভয় সভায় আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত